নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সময়ের ব্যাপার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া এখন সময়ের ব্যাপার। ৩৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, ৫৬টি অপেক্ষমাণ। এভাবেই ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ৪৬০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

রোববার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরো অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। পাবলিক সেক্টরেরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার। গত কয়েক বছর গড়ে নয়শ থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংযোজিত হলেও আগামী বছর তা বেড়ে দাঁড়াবে তিন হাজার মেগাওয়াট।

চুক্তিতে স্বাক্ষর করেন পিডিবির সচিব মীনা মাসুদ উজ্জামান ও সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের মহাপরিচালক মো. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিপিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বক্তব্য দেন।

এমইউএইচ/জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।