মধ্যম আয়ের দেশ কথাটি প্রতারণা : বাসদ


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৮ জুলাই ২০১৫

মধ্যম আয়ের দেশ কথাটি প্রতারণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী। তিনি বলেন, দেশে যারা অল্প জমির মালিক, যারা মধ্যবিত্ত তারাই সবচেয়ে বিপন্ন। কিন্তু সরকারি আমলারা মধ্যম আয়ের দেশের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কৃষি, স্বাস্থ্য, পরিবহন, কর্মসংস্থানসহ জনগণের বেঁচে থাকার মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে পদযাত্রার আগে এ সমাবেশের আয়োজন করে বাসদ (মার্কসবাদী)।

দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) নামে যে কর্মসূচি দিয়েছে তার পুরো টাকা স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা ভাগবাটোয়ারা করে খাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

শুভ্রাংশু বলেন, সরকার বলছে খাদ্য আমাদের দেশে উদ্বৃত্ত হচ্ছে। কিন্তু কৃষকরা এখনো ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। স্বাস্থ্য খাতকে ক্রমান্বয়ে প্রাইভেট সেক্টরে পরিণত করছে। প্রাইভেট ক্লিনিক, হাসপাতালে মধ্যবিত্ত মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সর্বশান্ত হচ্ছে আর গরিবদের জন্য স্বাস্থ্যসেবা বলতে কিছুই অবশিষ্ট নেই।

আগামী ১১ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে দীর্ঘস্থায়ী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও সদস্য মানস নন্দী প্রমুখ।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।