অজ্ঞান পার্টির প্রধান সোনালী ব্যাংক কর্মকর্তা আটক
রাজধানীর মতিঝিল থেকে অজ্ঞান পার্টির মূল হোতা মো. আবুল বাশারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে তাকে আটক করা হয়। বাশার বর্তমানে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার ডিবির ওই অভিযানে বাশার ছাড়াও অজ্ঞান পার্টি চক্রের আরো চারজনকে আটক করা হয়েছে। তারা হচ্ছেন আব্দুল মতিন (অজ্ঞান মতিন), মো. সেলিম, মো. শিমুল, মো. আবুল হোসেন।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় লঞ্চ, বাস ও রেল স্টেশনে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে তাদের সম্পদ হাতিয়ে নিতো।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, চাকরির পাশাপাশি মতিঝিলের কালভার্ট রোডে বাশারের গাউছিয়া নামের একটি ফার্মেসি রয়েছে। সেখান থেকে তিনি অজ্ঞান পার্টির সদস্যদের এটিভান নামে একটি ওষুধ সরবরাহ করতেন।
এটিভান একটি আমদানি নিষিদ্ধ ঘুমের ওষুধ। এটি ভারত ও পাকিস্তানে তৈরি হয়। বাশার সীমান্ত এলাকা থেকে ওষুধগুলো অবৈধভাবে আমদানি করে এবং অজ্ঞান পার্টির সদস্যদের কাছে উচ্চমূল্যে বিক্রি করতেন।
মনিরুল ইসলাম জানান, এ বছর ডিবি অজ্ঞান পার্টির মোট ৫৪ জন সদস্যকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২৫ জনকে ওষুধ সরবরাহ করতেন বাশার নিজেই।
আটকের সময় বাশারের কাছ থেকে ১৮০০ পিস এটিভান ট্যাবলেট জব্দ করেছে ডিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মনিরুল ইসলাম।
এআর/বিএ/এমএস