জেরুজালেমকে মার্কিন স্বীকৃতি : ঢাকার উদ্বেগ প্রকাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

 

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৬৭ সালের সীমান্ত মোতাবেক পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সব পক্ষকে বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে বাংলাদেশ আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী জেরুজালেমের আইনগত মর্যাদা সুরক্ষায় গুরুত্ব দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয়ায় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া আরব দেশগুলো ও পশ্চিমাদের মধ্যে মৈত্রী সম্পর্ক আরও অবনতি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।