লাউদাতে সি পুরস্কার পেলেন স্যার ফজলে হাসান আবেদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতি লাউদাতে সি’ পুরস্কার অর্জন করেছেন। ইতালির রোমে গতকাল মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি তার পক্ষ থেকে গ্রহণ করেন ব্র্যাক ইউএসএ-র সিনিয়র অ্যাডভাইজার স্কট ম্যাকমিলান।

বাংলাদেশসহ বিশ্বের এগারটি দেশে উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটি প্রদান করা হয়।

এর আগে পোপ ফ্রান্সিস এক বিবৃতিতে লিখেন লাউদাতে সি’-এর অর্থ হলো ‘অন কেয়ার ফর আওয়ার কমন হোম’। এর বাখ্যা দিয়ে তিনি বলেন, আমরা যদি নিজ নিজ কমিউনিটির উপর যত্নবান হই তবে আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব পড়বে।

স্যার ফজলে হাসান আবেদ পুরস্কারদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ৪৫ বছর আগে বাংলাদেশের গরিব মানুষদের ক্ষমতায়নের মাধ্যমে স্থায়ী উন্নয়নের জন্য কাজ শুরু করি, যাতে তারা নিজেরাই নিজেদের জীবনমানের উন্নয়ন করতে পারে। তারা নিজেরা সংগঠিত হলে একদিন ইতিহাস বদলে দিতে পারবে এই বিশ্বাস থেকেই আমি ব্র্যাক প্রতিষ্ঠা করেছিলাম।

তিনি আরও বলেন, আমাদের অর্জন অনেক কিন্তু আরও অনেক কিছু করার বাকি আছে। ইতিহাসে এই প্রথম দারিদ্র্য বিমোচন আমাদের দৃষ্টিসীমার নাগালে এসেছে। পোপ ফ্রান্সিসের মতো আমিও বিশ্বাস করি যে, বিশ্বের সার্বজনীন উন্নয়নের মাধ্যমে এখানে বসবাসকারী মানুষদেরও সার্বিক উন্নয়ন সম্ভব বিশেষ করে যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে।

এফএইচএস/ওআর/বিএ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।