বাকৃবিতে পুলিশ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার সকালের এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হরতালের সমর্থনে সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কামাল-রণজিত (কে.আর) মার্কেট থেকে মিছিল বের করে বাকৃবি শাখা ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট হয়ে প্রধান ফটকে যেতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাথর নিক্ষেপ করে ও বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশের এসআই নাজির আহমেদ বলেন, ছাত্রদল মিছিলের মধ্যে হাতবোমা বিস্ফোরণ ঘটালে তাদের ধাওয়া দেওয়া হয়। এরপর তারা তারা পালিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।