শাহজালালে ২৪টি স্বর্ণের বারসহ আটক ১


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের ২৪টি বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মোহাম্মদ ওযায়ের (৩৩) নামে ওই যাত্রী তার পরিহিত জুতার ভেতরে করে স্বর্ণবারগুলো নিয়ে আসছিলেন। আটক স্বর্ণের ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সোমবার সকাল সোয়া ১১টার দিকে তার জুতার মধ্য থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুর খান জানান, ওযায়ের দুবাই থেকে এফজেড-৫৮৩ ফ্লাইটে বাংলাদেশে আসেন। এ সময় তাকে আটক করে ২ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

তিনি জানান, ওযায়েরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি চলতি বছরে চারবার বিদেশ ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।