মেয়রকে হারিয়ে কাঁদছেন পরিচ্ছন্নকর্মীরাও

আবু সালেহ সায়াদাত
আবু সালেহ সায়াদাত আবু সালেহ সায়াদাত , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ এএম, ০৩ ডিসেম্বর ২০১৭

তখন কেবল সকাল। গুলশান-১ নম্বর চত্বরের সিগন্যালে দাঁড়ানো প্রাইভেটকার, বাস, মটরসাইকেলসহ নানা যানবাহন। এরই মাঝে অফিসগামী মানুষের ভিড়। অনেকে পায়ে হেঁটেও চলছেন কর্মস্থলে। এতটুকু ফুরসত নেই কোনো দিকে তাকানোর। তবুও ব্যস্ততম এ সড়কের মাঝখানে নান্দনিক আইল্যান্ডের পাশে দু’জন পরিচ্ছন্ন কর্মীর দিকে সবার কৌতূহলী নজর।

নানা ধরনের গাছ ও ফুলের চারা লাগানো রাস্তার আইল্যান্ডের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় নিয়োজিত দু’জন পরিচ্ছন্নকর্মী। তাদের চোখের জল পড়ছে রাস্তার ধুলোতে।

রাস্তার মাঝে হঠাৎ এমন কাঁদার কারণ জানতে চাইলে আব্দুল কাদের নামের বৃদ্ধ পরিচ্ছন্নকর্মী বলেন, ‘একজন মেয়র (আনিসুল হক) ছিলেন, যিনি একজন সত্যিকারের ভালো মানুষ। যতবার দেখা হয়েছে ততবারই খোঁজ নিয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা যে একদম নিম্নমানের চাকরি করি, আমরা পরিচ্ছন্নকর্মী, তারপর মেয়রের (আনিসুল হক) সঙ্গে দেখা হলেই মাথায় হাত বুলিয়ে আদর করে বলতেন -আপনারই শহরের প্রাণ, আপনারা পরিচ্ছন্ন করে রাখেন বলেই আমরা শহরের চলাফেরা করতে পারি। আমাদের সঙ্গে এসে তিনি মিশে যেতেন, কোনো অহংকার ছিলো না উনার।’

বয়সের ভারে অনেকটা কাবু আব্দুল কাদের আহাজারি করে বলেন, ‘এতো ভালো মানুষ জীবনেও দেখিনি, কী সুন্দর ব্যবহার, কী সুন্দর হাসি। এক যুগেরও বেশি সময় ধরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছি -এমন ভালো মানুষ কখনও দেখিনি। কী যেন এক মায়া লেগে আছে উনার প্রতি। কিছুতেই মেনে নিতে পারছি না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার পাশে বসে কাঁদছিলেন আরেক পরিচ্ছন্নকর্মী শাহনাজ, তিনি কড়াইল বস্তিতে থাকেন। তিনি বলেন, ‘মেয়র সাহেব বলতো তোমরা কাজের মানুষ, তোমরাই শহরকে পরিচ্ছন্ন রাখো। আমার বাচ্চাদের খবর নিত দেখা হলেই। খুব কষ্ট করে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করতেন তিনি। এমন ভালো মেয়র চইলা গেল। ম্যাইনা নিতেই কষ্ট হয়, খালি কাঁনদোন আসে।’

DNCC-2

অল্পদিনেই সবার মন জয় করা মেয়র আনিসুল হকের প্রতি সম্মান দেখিয়ে আজ (রোববার) এক ঘণ্টা বেশি কাজ করবেন বলেও জানান তিনি। বলেন, ‘এইড্যা খালি ভালোবাসার জন্য।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ এক ঘণ্ট বেশি কাজ করবে উত্তরের পরিচ্ছন্নকর্মীরা
গতকাল শনিবার বিকেলে বনানী কবরস্থানে ছোট ছেলে শারাফুল হকের কবরে মেয়র আনিসুল হককে দাফন করা হয়। সদ্য প্রয়াত এ মেয়রের প্রতি সম্মান দেখিয়ে আজ (রোববার) এক ঘণ্টা বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন রাজধানী উত্তরের পরিচ্ছন্নকর্মীরা। মেয়র আনিসুল হকের প্রতি ভালোবাসা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচ্ছন্নকর্মীরা।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এম এ রাজ্জাক জাগো নিউজকে বলেন, আমাদের সবার প্রিয় আনিসুল হক একজন ভালো মানুষ ছিলেন। তার প্রতি সবার মত পরিচ্ছন্নকর্মীদেরও অনেক ভালোবাসা। তার কাজের প্রতি শ্রদ্ধা দেখিয়ে পরিচ্ছন্নকর্মীরা আজ (রোববার) এক ঘণ্টা বেশি কাজ করছেন। অন্যদিন ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত কাজ করলেও আজ দুপুর ১২টা পর্যন্ত কাজ করবেন তারা।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।