জাপানকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ০৬ জুলাই ২০১৫

কার্লি লয়েডের হ্যাটট্রিকে জাপানকে ৫-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো মেয়েদের বিশ্বকাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র।

রোববার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই খেলায় মাত্র ১৩ মিনিটের মাথায় হ্যাটট্রিক করে বসেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার কার্লি লয়েড। ম্যাচের ৬০ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে হতভম্ব হয়ে যায় এশিয়ার পরাশক্তিরা।

বিরতির আগে জাপান একটি গোল শোধ করলেও খেলায় আর ফিরতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের জনস্টনের আত্মঘাতী গোলে একটু আশা দেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে দুই মিনিট পরই ডিফেন্ডারদের ভুলে টবিন হিথ গোল করে ব্যবধান ৫-২ করলে সব আশা শেষ হয়ে যায় জাপানের।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।