এখনো উন্মুক্ত স্থানে মলত্যাগ করে ৪ শতাংশ মানুষ


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০৬ জুলাই ২০১৫

দেশের ৪ শতাংশ মানুষ এখনো উন্মুক্ত স্থানে  মলত্যাগ করে বলে জানিয়েছে বিবিসির একটি জরিপ।রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকাশিত জরিপের ফলাফলে এমন তথ্য জানানো হয়।

জরিপটিতে উল্লেখ করা হয়, দেশের ৪ শতাংশ মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করেন। তবে ৭৭ শতাংশ মানুষ উন্নত পয়ঃনিষ্কাশন সুবিধা ভোগ করছেন। এর মধ্যে ধনী পরিবারগুলোর ৯৫ দশমিক ৫ শতাংশ এবং দরিদ্র পরিবারগুলোর ৪৫ দশমিক ৬ শতাংশ মানুষ রয়েছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মাদারীপুর জেলা। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বান্দরবান।

ফলাফলে আরো দেখানো হয়, দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪২ শতাংশ খর্বাকৃতির। এদের অর্ধেকের বেশির (৫২ দশমিক ৮ শতাংশ) জন্ম দরিদ্র পরিবারগুলোতে। অন্যদিকে ধনী পরিবারগুলোর শিশুদের মাত্র ২৭ শতাংশ খর্বাকৃতির। পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে খর্বাকৃতি শিশুর জন্মহার বেশি। তবে সবচেয়ে কম খর্বাকৃতির শিশু রয়েছে মেহেরপুরে এবং বেশি রয়েছে নেত্রকোনা জেলায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ইউনিসেফ এই জরিপের ফলাফল প্রকাশ করে। দেশের ৬৪টি জেলায় এই জরিপ পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ ও ইউনিসেফ প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার প্রমুখ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।