মানবপাচার প্রতিরোধ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার


প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৫ জুলাই ২০১৫

সরকার মানবপাচার প্রতিরোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবপাচার বিশেষত : নারী ও শিশু পাচার প্রতিরোধে মুখ্য মন্ত্রণালয় হিসেবে কাজ করছে। রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে মানবপাচার (পুরুষ, নারী ও শিশু) প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো তুলে ধরা হয়।

এতে বলা হয়েছে, মানবপাচার (পুরুষ, নারী ও শিশু) প্রতিরোধে প্রতি দু’মাস অন্তর আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থা এবং সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে মানবপাচার প্রতিরোধে প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিসমূহ মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পর্যবেক্ষণসহ ভূমিকা পালন করছে।

মানবপাচার প্রতিরোধ ও দমনের লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০ ফেব্রুয়ারি, ২০১২ তারিখ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ প্রণয়ন করেছে উল্লেখ করে এতে বলা হয়, মানবপাচারের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, যেহেতু মানবপাচার একটি আন্তর্জাতিক সমস্যা এবং মানবপাচারকারীরা আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত বিধায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদান, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সাথে তথ্য আদান প্রদান এবং সর্বমহলের সহযোগিতার মাধ্যমে মানবপাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১২-২০১৪ প্রণীত ও বাস্তবায়িত হয়েছে।

এছাড়া মানবপাচার প্রতিরোধের কার্যক্রম আরো সমন্বিত করার লক্ষ্যে মানবপাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-২০১৭ প্রণয়ন করা হয়েছে যা শিগগিরই প্রকাশিত হবে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে সাগর পথে মানবপাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং পাচারকৃত ব্যক্তিগণ অবর্ণনীয় কষ্ট ভোগ করায় এবং কোন কোন ক্ষেত্রে মৃত্যুমুখে পতিত হওয়ায় গত ১২ মে ২০১৫ তারিখে অনুষ্ঠিত মানবপাচার প্রতিরোধ ও দমন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং মানবপাচার প্রতিরোধ ও দমন সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থা সমন্বয় কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়েছে। যা বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।