ইন্ডিয়ান এক্সপ্রেসে মৃত্তিকা মায়ার প্রশংসা


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৫ জুলাই ২০১৫

ভারতের প্রথম সারির গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ - বাংলাদেশের চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’র প্রশংসা করে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে ক্যারিয়ারের অভিষেক ছবিতেই আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করেছেন নবাগত পরিচালক গাজী রাকায়েত।

প্রতিবেদনে ছবিটির জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ২৩টি বিভাগের মধ্যে ১৭টি বিভাগেই পুরস্কার জিতেছে মৃত্তিকা মায়া। অবিশ্বাস্য হলেও সত্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এমন অভাবনীয় সাফল্যই দেখিয়েছে চলচ্চিত্র মৃত্তিকা মায়া। আর এই ছবিটির পরিচালক ছিলেন গাজী রাকায়েত। অভিনেতা হিসেবে তিনি স্বনামধন্য হলেও নির্মাতা হিসেবে এটাই তার প্রথম পদক্ষেপ।

পত্রিকাটির কাছে নিজের কথা বলতে গিয়ে গাজী রাকায়েত জানান, পরিচালক হিসেবে এমন একটি ছবি বানানো মোটেই সহজ ছিল না। গাজী রাকায়েত বলেন, ‘আমরা শুরু থেকে চমৎকার একটা কাজ করার চেষ্টা করেছি। সবাই সৎ ছিলাম। পরিশ্রম করেছি। মাথার মধ্যে শুধু কাজ করেছে, কীভাবে একটি ভালো মানের ছবি নির্মাণ করা যায়। চলচ্চিত্র বানাতে যা যা দরকার, তার কোনোটিতে ছাড় দেইনি। একটা চলচ্চিত্রের সবাই যে মন দিয়ে কাজ করেছে, তার প্রমাণ ১৭টি পুরস্কার অর্জন। এটা সত্যিই অপ্রত্যাশিত। আমি অনেক খুশি।’
 
ছবিটি চারুনীড়ম অডিও ভিজুয়্যাল ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। আর এতে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, অপর্ণা, শর্মীমালা ও তিতাস জিয়া।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।