ঈদে বিগ অফার : মোবাইলের দোকানে বাড়ছে ভিড়


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৫ জুলাই ২০১৫

আসন্ন ঈদুল ফিতরে অনেকের পছন্দ প্রিয়জনকে উপহার দেয়া। এই ঈদে সাধারণত পোষাক ও গহনার মতো উপহার গতানুগতিক হলেও ঈদে প্রিয়জনকে প্রযুক্তির কিছু উপহার দিয়ে চমকে দিতে পারেন অনেকেই। এবারের ঈদে এ বিয়ষটিকে গুরুত্ব দিয়েই বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল কোম্পানি বাজারে পসরা সাজিয়েছে। দিয়েছে বিগ অফার।

শুধু তাই নয় মোবাইল কোম্পানিগুলোর সাথে চুক্তিতে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির থাকছে আকর্ষণীয় পুরস্কার ও বান্ডেল অফার। প্রযুক্তি নির্ভর দোকান বলতে মার্কেটের স্মার্টফোনের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ঈদে প্রযুক্তি পণ্য কেনাকাটায় বিশেষ গুরুত্ব পাচ্ছে স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ। রোববার দুপুরে বসুন্ধরা সিটি ঘুরে দেখা গেছে, অন্য দিনের তুলনায় মোবাইলফোনের দোকান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

বসুন্ধরা সিটি শপিং মলে আদাবর থেকে মিনহাজ মোল্লা এসেছেন স্ত্রীকে নিয়ে। তিনি এবারের ঈদে স্ত্রী শায়লাকে দামি স্মার্টফোন উপহার দিতে চান। তবে স্যামসাং ব্র্যান্ডের মোবাইলের দোকানে আটকে যায় তার চোখ। স্ত্রীকে ডাচ-৩ (S Duos-3) ব্র্যান্ডের একটি মোবাইল কিনে দেন।

তিনি জানান, স্যামসাংয়ে এবার আকর্ষণীয় অফার দিয়েছে। কমপক্ষে ১০০০ টাকা ক্যাশ ব্যাক পেয়েছেন তিনি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রডাক্ট কনসালটেন্ট মাহবুব হোসেন জাগো নিউজকে বলেন, বাংলাদেশে স্যামসাং মোবাইল জনপ্রিয়তা পেয়েছে। সে বিষয়টি গুরুত্ব দিয়ে স্যামসাং ব্র্যান্ডের মোবাইলে বিশেষ ছাড় ও অফার দেয়া হয়েছে।

তিনি বলেন, এস নেক্স (Ace Next), জেড-১ (Z-3), এস ডাচ-৩ (S Duos-3) এবং গ্রান্ড প্রাইম (Grand Prime) ব্র্যান্ডের যে কোনো একটি মোবাইল কিনলেই আপনি নিশ্চিত পাচ্ছেন ১০০০ টাকা ক্যাশব্যাক। এছাড়া কুপনে ৩ হাজার ও ৫ হাজার পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে এলইডি টিভি পাওয়ার সুবর্ণ সুযোগ।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি গ্রান্ড ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি এস-৪, স্যামসাং গ্যালাক্সি গ্রান্ড প্রাইমসহ বেশ কয়েকটি মোবাইল মোটা অঙ্কের ছাড়ে বিক্রি হচ্ছে।



রামপুরা থেকে আনোয়ার হোসেন নামে একজন ক্রেতা এসেছেন মেয়েকে খেলনা মোবাইল কিনে দেবেন। গেমিং ডিভাইস গুলোর পাশাপাশি সুলভ মুল্যে পাওয়া যাচ্ছে খেলনা মোবাইল।

দেশীয় মোবাইল কোম্পানি গোল্ডবার্গ ঈদকে ঘিরে ২টি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। স্মার্টফোন তৈরিকারক প্রতিষ্ঠান জিওনি গত ১৯ জুন বসুন্ধরা সিটিতে তাদের ব্র্যান্ডশপও উদ্বোধন করেন। তারা এবার ঈদ উপলক্ষে সকল পণ্যেই রাখছেন ছাড় ও বিশেষ উপহার।

নোকিয়া উইনডোজ এর স্মার্টফোনেও বিশেষ ছাড় দেয়া হয়েছে ঈদ উপলক্ষে। রবির সাথে চুক্তিতেও থাকছে বিশেষ বান্ডের অফার পাওয়ার সুযোগ।

নোকিয়া উইনডোজ ৫৩৫ মডেলের স্মার্টফোনের দাম ১১৫০০ টাকা, সাথে রবি সিম দিচ্ছে ১৩৫০ টাকা, ৪৩৫ মডেলের দাম ৮০০০ টাকা সাথে ১০০০ টাকার রবির বান্ডেল অফার, এভাবে ৪৩০, ৬৪০ এসএল, বোনাস মিনিট এসএমএস সহ ইন্টারনেটের বান্ডেল অফার পাওয়ার সুযোগ।

নোকিয়া উইনডোজ স্মার্টফোন এর রিটেইলার সাইদুল ইসলাম জানান, ঈদের পুরো কেনাটাকা এখনো শুরু হয়নি তবে মোবাইল কেনাকাটা ভালই জমেছে।

তবে বাংলাদেশে বহুল ব্যবহৃত মোবাইল কোম্পানি স্যাম্ফনি এবারের ঈদে বিশেষ কোনো ছাড়ের ব্যবস্থা না রাখলেও স্মার্টফোন কেনা বাবদ একটি সুদর্শন টিশার্ট পাচ্ছেন ক্রেতারা। তবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মোবাইল কোম্পানি ‘সনি’ ঈদ উপলক্ষে বিশেষ কোনো ছাড়ের ব্যবস্থা রাখেনি।

বসুন্ধরা সিটির শপিং মলের ওয়ালটন শো’রুমের কর্মকর্তা রাজিব হাসান জানান, এই ঈদে কেনাকাটার বেশি প্রভাব বেশি পোশাকে। তবে প্রযুক্তির বাজারে কম যাচ্ছে না মোবাইল। এবারের ঈদে বিক্রি বাড়বে বলে আশা করেন তিনি।

জেইউ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।