পল্টনে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে মিছিল করার চেষ্টা করে দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির চার নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই)মো. অলিউর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে সকাল সোয়া ১১টার দিকে ওই চারজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি এসআই। নির্বাচনের পর ২০ দলীয় জোটের প্রথম হরতালে বিএনপির পল্টন কার্যালয়ে কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবস্থান করলেও ২০ দলের কর্মীদের কোনো তৎপরতা নয়া পল্টন এলাকায় দেখা যায়নি। তবে বিএনপি অফিসের আশেপাশে অবস্থান নিয়ে আছে বিপুল সংখ্যক পুলিশ।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে সারাদেশে সোমবার সকাল-সন্ধ্যা ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।