পায়রা বন্দর বিষয়ে মাস্টার প্ল্যান তৈরির সুপারিশ
নৌপরিহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বিভিন্ন বন্দরের জনশক্তি ও আধুনিক ইকুইপমেন্ট বৃদ্ধি এবং পায়রা বন্দরের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরির সুপারিশ করেছে। কমিটি পোর্টগুলোকে আধুনিকায়ন করতে এবং এর ক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে।
রোববার দশম জাতীয় সংসদের ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’’র ১৬তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং পায়রা বন্দর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উল্লেখ করা হয় যে, বিআইডব্লিউটিসি’র মালিকানাধীন মোট স্থাবর সম্পত্তির (জমি) পরিমাণ ৮৮ দশমিক ০৯ একর। ওই জমির সদ্ব্যবহারের লক্ষ্যে মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও অনুমোদনক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরএস/এমআরআই