রাঙ্গামাটিতে জেলেদের জন্য ৪৭০ মেট্রিকটন খাদ্যশস্য বরাদ্দ


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৫ জুলাই ২০১৫

কাপ্তাই লেক ও হাওড়ে এক মাস মাছ ধরা নিষিদ্ধ করায় জেলেদের জন্য ৪৭০ মেট্রিক টন ভিজিএফ খাদ্যশস্য বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দের ফলে প্রায় ২২ হাজার জেলে পরিবার উপকৃত হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির আওতায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের ১৮ হাজার ৯৬০ জন জেলে পরিবার পাবেন ৩৭৯ দশমিক ২ মেট্রিক টন এবং সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওড়ের ৩ হাজার জেলে পাবেন ৯০ মেটিক টন খাদ্যশস্য।

এসআইএস/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।