ইতালিতে বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির ইফতার


প্রকাশিত: ১০:১০ এএম, ০৫ জুলাই ২০১৫

জীবন-জীবিকার তাগিদে বাংলাদেশিরা প্রবাসে এসে শত ব্যস্ততার মাঝেও দেশ জাতি ও সমাজের উন্নয়নে বদ্ধপরিকর। দেশ-জাতি কিংবা নিজস্ব কমিউনিটির কথা ভেবে ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন শহরে প্রতিষ্ঠা করা হয় বিভিন্ন ধরণের সংগঠন। সংগঠনের মাধ্যমে সময় সাপেক্ষে আয়োজন করা হয় নানা ধরণের অনুষ্ঠান ।

রমজান মাস হলো মুসলিম জাহানের একটি অন্যতম এবাদত বন্দেগির মাস। সারা মাস মুসল্লিরা সাধ্যমতো মহান আল্লাহর দরবারে ইবাদত বন্দেগি করে থাকেন।

৪ জুলাই রোমের ৬নং পৌরসভায় বসবাসরত তরবেল্লা মনাকায় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। রোমের বিভিন্ন স্থান থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ অংশগ্রহণ করে ওই ইফতার ও দোয়া মাহফিলে।

ইতালি প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। এসময় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সভাপতি কামরুজ্জামান রতন, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক এমদাদ, সাধারণ সম্পাদক রমযান আলী, যুগ্ম সম্পাদক পরাগ আলী, বাবুল, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, কোষাধ্যক্ষ রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে বিশ্বের সকল মুসলমান ও বাংলাদেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এসময় অন্যাদের মধ্যে ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম, যুবদলের সভাপতি আনিমুর রহমান সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তরুণ নেতা ঢালী নাসির উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হীরা, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফসার, জিয়া পরিষদের সহ-সভাপতি গাজী সালাউদ্দিন সুইট, যুব নেতা রানা মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে সবাই মাগরিবের নামাজ আদায় করেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।