কোম্পানীগঞ্জ সীমান্তে ৩টি বারকি নৌকাসহ শ্রমিক আটক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা ৩টি বাংলাদেশি বারকি নৌকাসহ ১ শ্রমিককে আটক করেছে। কোম্পানীগঞ্জ পাথরকোয়ারী এলাকার ধলাই নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে পাথর আনার অভিযোগে এ নৌকাগুলো আটক করা হয়।
আটক বারকি শ্রমিকের নাম মো. কামাল ফকির (২৫)। সে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন থেকে রোববার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথরকোয়ারী বিওপি’র বিজিবি’র সদস্যরা শনিবার গভীর রাতে ধলাই নদী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ধলাই নদী থেকে ৩টি বাংলাদেশি বারকি নৌকা উদ্ধার করে। এসময় মো. কামাল ফকির নামের একজনকে আটক করা হয়। আটকের পর কামাল ফকিরকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ছামির মাহমুদ/এসএস/এমআরআই