শাহজালালে ৮১৭ গ্রাম স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৫ জুলাই ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গহনাসহ ৮১৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এঘটনায় নাসির উদ্দিন (৩৭) নামে একজনকে আটক করেছে এপিবিএন সদস্যরা।

রোবার দুপুরে স্বর্ণসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজীনা আক্তার।

তিনি জানান, আটককৃতের বাড়ি চট্টগ্রামের করল এলাকায়। তিনি দুবাই থেকে আসা এফজেড-৫৮৩ বিমানে সকাল সোয়া ১০টায় শাহজালালে অবতরণ করেন।

তিনি বেলুন ও টাই দিয়ে হাটুতে স্বর্ণের ৬টি বার বেঁধে নিয়ে আসছিলেন। ক্যানোপি-১ এলাকার পাড় হওয়ার সময় এপিবিএন সদস্যদের সন্দেহের কারণে তল্লাশী চালানো হলে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে আরও ২১৭ গ্রাম স্বর্ণের গলার চেইনও উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।