সাকার আপিলের যুক্তি উপস্থাপন শুরু
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলায় আপিল বিভাগে যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামীপক্ষের আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে।
এর আগে গত ১ জুলাই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এতে ৪ অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যৃদন্ডাদেশ বহাল রাখার দাবি জানায় রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের ৪ অভিযোগে মৃত্যৃদন্ডাদেশ, ৩ অভিযোগে ২০ বছর এবং ২ অভিযোগে ৫ বছর করে কারাদন্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।
এএইচ/পিআর