অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ এএম, ২৮ নভেম্বর ২০১৭

রাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির চলমান এ উচ্ছেদ অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রেখে ফুটপাতের ক্ষতি সাধন এবং জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর আওতায় ‘কম্প্রিহেন্সিভ ডেভেলপার্স লিমিটেড’ ও ‘কিয়স্কি ডেভেলপার্স’-এর প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে এবং নির্মিতব্য একটি বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম। তিনি বলেন, ডিএনসিসি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

এছাড়া স্টাফ ফিটনেস সনদ না থাকা, খাবারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখের লেভেল না থাকা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সামগ্রী সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘স্বাদ তেহারী’ ও ‘ভূতের বাড়ি’ রেস্টুরেন্টকে যথাক্রমে ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এএস/জেএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।