প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আইসিএমএবির শোভাযাত্রা


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৫ জুলাই ২০১৫

বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

রোববার দুপুর সাড়ে ১১টায় নীলক্ষেত আইসিএমএবি ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং দেশের জন্য তাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার ব্যক্ত করে। সেখান থেকে শোভাযাত্রাটি পুনরায় আইসিএমএবি ভবনে এসে শেষ হয়।

আইসিএমএবি এর সভাপতি এ এস এম শায়খূল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় ইনস্টিটিউট এর সদস্য এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আগামী ৩ বছরের মধ্যে পরিপূর্ণ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে আইসিএমএবি এর সদস্য এবং ছাত্র-ছাত্রীদেরকে সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। এসময় প্রত্যেককে তাদের নিজেদের কাজের প্রতি আরো মনোযোগি হওয়ারও আহ্বান জানান তিনি।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।