ফেসবুকে প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে বিকৃত ছবি পোস্ট : আটক ২


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৫ জুলাই ২০১৫

রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিক্রিত ছবি পোস্ট করার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন (৩৬) ও মো. মিঠু (২৫)। রোববার সকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটক আবুল হোসেন দৌলতদিয়া ইউনিয়নের হোসেন আলীর ছেলে ও মিঠু একই ইউনিয়নের বাসিন্দা।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাছির উল্ল্যাহ জাগো নিউজকে জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুকে বিকৃত ছবি পোস্ট করার কারণে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও মিঠু নামে ২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি  আইন ২০০৬ সংশোধনী ২০১৩/৫৭ এর ২ ধারায় এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রুবেলুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।