রেলওয়ের অব্যবহৃত ভূমিতে হবে পাঁচ তারকা হোটেল


প্রকাশিত: ০৬:২০ এএম, ০৫ জুলাই ২০১৫

সংসদে রেলমন্ত্রী মো. মুজিবুল হক জানিয়েছেন, বর্তমানে রেলওয়ের ১২ হাজার ৯৬০ দশমিক ৪১ একর ভূমি অব্যবহৃত রয়েছে। এসব ভূমির কিছু অংশ অবৈধ দলখ এবং কিছু অংশে অবৈধ স্থাপনা রয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন, রেলের অব্যবহৃত ভূমিতে পাঁচ তারকা হোটেল-কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।

জাতীয় সংসদে রোববার জাতীয় প্রশ্নোত্তরপর্বে মো. ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যে সকল রেলভূমি অব্যবহৃত রয়েছে এবং ভবিষ্যতে রেলওয়ের সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজন হবে না সে সকল রেলভূমিতে পিপিপি’র আওতায় পাঁচ তারকা হোটেল-কাম বাণিজ্যিক ভবন মোটেল, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বহুতল শপিংমল ইত্যাদির নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যে চট্টগ্রামস্থ জাকির হোসেন রোডে পিপিপি’র আওতায় ফাইভ স্টার হোটেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে পিপিপি থেকে ট্রানজেকশন এডভাইজর নিয়োগ করা হয়েছে। শিগগিরই বিনিয়োগকারী নিয়োগের জন্য আরএফকিউ আহ্বান করা হবে।

এইচএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।