সংসদের মুলতবি বৈঠক শুরু


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৫ জুলাই ২০১৫

চার দিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি বৈঠক রোববার সকালে শুরু হয়েছে। নির্ধারিত সময় সকাল সাড়ে দশটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা পনের মিনিট পর শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে এমপিদের উপস্থিতি কম থাকলেও আস্তে আস্তে তা বাড়তে দেখা গেছে। বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব চলে।

জাতীয় সংসদের এটি ষষ্ঠ অধিবেশন। এই অধিবেশনেই ৩০ জুন ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট পাস হয় । এরপর সংসদ মুলতবি করা হয়।  এই সরকারের আমলে এটি দ্বিতীয় বাজেট। চলতি এ অধিবেশন শুরু হয় ১ জুন।  এটি ৮ জুলাই পর্যন্ত চলতে পারে।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।