মতিঝিল থানা বিএনপি নেতা মুসলেহ উদ্দিন মারা গেছেন


প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৪ জুলাই ২০১৫

রাজধানীতে ভাংচুরের মামলার আসামি মতিঝিলের বিএনপি নেতা মুসলেহ উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি পর মারা গেছেন।

শনিবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহ-ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস।

তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষি জাকারিয়া তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, মৃত মুসলেহ উদ্দিন মতিঝিল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক। ভাংচুর ও নাশকতার মামলায় তাকে আটক করে জেলে পাঠানো হয়। তিনি কমলাপুরের ৮ নং ওয়ার্ড বিএনপি সমর্থিত সাবেক কমিশনার ছিলেন।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।