আনসারুল্লাহ’র মিডিয়া প্রধানের বিরুদ্ধে মামলার চার্জশিট সোমবার


প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৪ জুলাই ২০১৫

আনসারুল্লাহ বাংলা টিম-এর মিডিয়া প্রধান মোরশেদ আলম মাসুমসহ ১২ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আগামী সোমবার চার্জশিট দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানা গেছে।

মাসুম ছাড়া সহযোগী আহমেদ ওয়াদুদ জুম্মান ওরফে ডেইজ কারাবন্দি। বাকিরা গ্রেফতার না হওয়ায় জঙ্গিদের কোনো ঠিকানা পাওয়া যায়নি উল্লেখ করেই চার্জশিট দেওয়া হচ্ছে।

ডিবি সূত্র জানা গেছে, মামলার আসামীদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-এর-৫৭ ধারার অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

চার্জশিটে মাসুমের বিরুদ্ধে বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিপন্ন করার অপচেষ্টা, জঙ্গি তৎপরতায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ৫ নভেম্বর রাজধানীর কল্যাণপুর রাজিয়া টাওয়ার থেকে মাসুম গ্রেফতার হওয়ার পর মিরপুর থানার এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়েদার আদলে শরিয়াভিত্তিক ইসলামি রাষ্ট্র কায়েমের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে মাসুমের বিরুদ্ধে।

মাসুমের সঙ্গে গ্রেফতারকৃত অন্য জঙ্গি আহমেদ ওয়াদুদ জুম্মান ওরফে ডেইজের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হচ্ছে। আহম্মেদ ওয়াদুদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও গোয়েন্দা সূত্রটির দাবি।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা ছদ্মনাম ব্যবহার করতেন বলে তাদের অবস্থান জানা যায়নি। সংঘবদ্ধ জঙ্গি বাহিনী ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ছদ্মনাম ও ভুয়া আইডি ব্যবহার করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করেন।

চার্জশিটে অন্তর্ভূক্ত অন্য জঙ্গি সদস্যরা হলেন, মাসুল, জাফর, মেহেদী, মুসা, সাইফুল্লাহ, আব্দুল্লাহ, জাবের, আবু নায়না, আব্দুল করিম, তামিম আল আদনানী।

তবে এদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাসুম ও জুম্মান দলের বাকি সবাইকে কেবল ছদ্মনামেই চেনেন।

মামলার তদন্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন জানান, আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা ব্লগারদের হত্যায় উস্কানিদাতা। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার উৎখাতেরও চেষ্টা করেছে তারা।

জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হবে। এ বিষয়ে অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।