শাহজালালে ৭৫০ গ্রাম স্বর্ণসহ আটক ৩


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৪ জুলাই ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৃথক স্থান থেকে পৌনে এক কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন কবির মিয়া (৪৩), মিনহাজ উদ্দিন (৩০) ও মোস্তাক মিয়া (৩৩)।

শনিবার দুপুরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার। তিনি জানান, এসভি৮০৪ বিমানে আসা যাত্রী কবির মিয়ার লাগেজে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এদিকে তল্লাশি চালিয়ে ১১৪ গ্রাম ওজনের একটি বারসহ মিনহাজ নামে এক যাত্রীকে আটক করা হয়। তিনি বিমানবন্দরে স্বর্ণের চালান গ্রহণ করে থাকেন বলে জানান।

অন্যদিকে, কেইউ-০৭৭৪ বিমানের যাত্রী মোস্তাক মিয়াকে দুটি স্বর্ণের (ওজন ২৩৪ গ্রাম) বারসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।