দেশ কোন পথে চলবে তা জনগণই ঠিক করবে : শাহরিয়ার আলম


প্রকাশিত: ১২:১১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার জন্য কোন পথে চলবে তা দেশের জনগণই ঠিক করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম ‘বাংলাদেশ পিস ফেস্টিভাল ২০১৪’ এর সেমিনার পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ কোন পথে চলবে তা জনগণই ঠিক করবে, বাইরের হস্তক্ষেপ কোন সমাজ বা রাষ্ট্রে শান্তি আনতে পারে না।

বাংলার ইতিহাসে ঔপনিবেশিক শক্তি দেশের নিরীহ জনগণের উপর যে নির্মম ও অমানবিক অত্যাচার চালিয়েছিল তার উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, সেই নিষ্ঠুর শক্তিসমূহই আজ বিশ্বব্যপী সভ্যতা ও মানবাধিকারের ফেরী করে বেড়াচ্ছে। বর্তমানে দেশে বিরাজমান সহিংসতা, অস্থিরতা ও কুটচালের রাজনীতি প্রত্যাখান করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি সহযোগী অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ এবং শান্তির উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. পারভেজ সিদ্দিকী।

আলোচনায় অংশগ্রহণ করেন ড. চিম্বয় হাওলাদার, ড. অরুন কুমার গোস্বামী, ড. রশিদ আসকারী এবং ড. সরকার আলী আক্কাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।