অপরাধে জড়িত র‌্যাব সদস্যের দায়মুক্তি নয় : র‌্যাব মহাপরিচালক


প্রকাশিত: ১০:৫২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অপরাধে জড়িত কোনো র‌্যাব সদস্যের দায়মুক্তি চায় না বলে জানিয়েছেন মহাপরিচালক মো. মোখলেছুর রহমান। রোববার বেলা ২টার দিকে র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সাথে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা র‌্যাব সদর দফতর আগে থেকে জানতো না বলেও জানিয়েছেন তিনি।

রোববার র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান দৃঢ়তার সঙ্গে দাবি করেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা র‌্যাব সদর দফতর আগে থেকে জানতো না। ঘটনা জানার পর বরং র‌্যাব স্বউদ্যোগে তদন্ত শুরু করে এবং জড়িতদের সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করে। সেই সঙ্গে র‌্যাব পুলিশকেও তদন্তে সহায়তা করছে।

তিনি আরও বলেন, র‌্যাবের কোনো সদস্য অপরাধে জড়িয়ে পড়লে র‌্যাব তার দায়মুক্তি চায় না। অতীতে কোনো র‌্যাব সদস্যের দায়মুক্তি চাওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে কাউকে দায়মুক্তি দেওয়াও হয়নি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ডুবিয়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে নারায়ণগঞ্জ র‌্যাবের শীর্ষ কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে কারাগারে রয়েছেন।

এদিকে সাত খুনের নির্দেশনা সদর দফতর থেকে  দেওয়া হয়েছিল বলে বিভিন্ন মহল অভিযোগ করে। যা গণমাধ্যমে প্রকাশ হয়। তবে প্রথম থেকেই র‌্যাব এই অভিযোগ অস্বীকার করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।