আটকে গেল পুলিশের ব্যান্ড পার্টি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৫ নভেম্বর ২০১৭

দুপুর ২টা, মহাপরিদর্শক (আইজি) শহিদুল হকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল ব্যান্ড পার্টি নিয়ে টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে আসেন।

পুলিশের এ দলে বাঘা বাঘা চৌকস নারি-পুরুষ সদস্যও ছিলেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন ব্যান্ড পার্টিকে ভিতরে প্রবেশে বাধা দেন। একজন পুলিশ সদস্য এসে বিষয়টি ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে জানান।

এ সময় ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কে বলেছে ব্যান্ড পার্টি যাবে না, পুলিশের ব্যান্ড পার্টি অবশ্যই ভিতরে ঢুকবে।

তবে পরে সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের সঙ্গে কথা বলে ফিরে এসে তিনি বলেন, ‘ঠিক আছে ব্যান্ড পার্টি থাক, আমরাই যাই, নিয়ম ভাঙার দরকার নেই’।

এ কথা শুনে সাধারণ লোকজনের মধ্যে একজন বলে ওঠেন ‘আজ সবাই এক কাতারে’। আর পুলিশ সদস্যরা জানান, এ আনন্দ সমাবেশে প্রায় সব শীর্ষ কর্মকর্তা যোগ দিয়েছেন।

এমইউ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।