রাজধানীতে ৭ ছিনতাইকারী আটক


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৪ জুলাই ২০১৫

রাজধানীর রামপুরা, ভাটারা, গুলশান ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন- মো. রানা, শাহীন, রফিক, আলাউদ্দিন, মমিন খান, শাহ আলম ও আনোয়ার হোসেন।

তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার, খেলনা পিস্তল, মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আটকরা পেশাদার ছিনতাইকারী। তারা রাজধানীতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, পথচারীদের গতিরোধ করে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো।

অভিযানটি পরিচালনা করেন ডিবি উত্তর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মাদ রোকনুজ্জামান।

এআর/একে /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।