বিচারহীনতার কারণে তাজরীনের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে
বিচারহীনতার কারণে তাজরীনের মত ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। তারা বলেন, নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণে সরকারকে স্থানীয় পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলতে হবে, যাতে করে এ্যাকর্ড, এ্যালায়েন্সের পরিদর্শন পরবর্তী উন্নয়ন অব্যাহতভাবে ধরে রাখা যায়।
তাজরীন গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শমিক হত্যার পঞ্চম বার্ষিকীতে বিভিন্ন সভা সমাবেশে পোশাক শ্রমিক নেতারা এসব কথা বলেন। তাজরীন গার্মেন্টেসে শ্রমিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে তাজরীন গার্মেন্টসে শ্রমিক হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের জামিন বাতিল করে গ্রেফতার করার দাবি জানানো হয়।
সমাবেশ থেকে তাজরীন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার বিলম্বের প্রতিবাদ জানানো হয় এবং তাজরীন, রানা প্লাজা, ট্যাম্পাকো, মাল্টিফ্যাবসসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। একইসঙ্গে অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে নিম্নতম মূল মজুরি দশ হাজার এবং মোট মজুরি ষোল হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষের সভাপতিত্বে এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ১৯৯০ সালে সারাকা গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর তাজরীন, স্পেকট্টাম, রানা প্লাজাসহ যত ঘটনা ঘটেছে তার কোনোটারই বিচার এ দেশে হয়নি। একেকটি ভয়াবহ শ্রমিক হত্যাকাণ্ডের বিচার না হওয়া তার পরবর্তী ঘটনার জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, বিচারের দীর্ঘসূত্রতা বিচারহীনতারই নামান্তর। বিচারহীনতাই তাজরীনের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদার অবিলম্বে সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইন্ডাষ্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল- আইবিসি’র উদ্যোগে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ৫ম বর্ষ উপলক্ষে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আইবিসি চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূইয়া। কর্মসূচি পরিচালনা করেন আইবিসি মহাসচিব মো. তৌহিদুর রহমান। বক্তব্য রাখেন আইবিসি নেতা জেড. এম. কামরুল আনাম, হেদায়েতুল ইসলাম, সালাউদ্দিন স্বপন, আরিফা আক্তার, তাহমিনা রহমান, মোমতাজ বেগম, বাবুল আক্তার, কবিরুল ইসলাম, রাশেদুল আলম রাজু, কামরুল হাসান প্রমুখ।
এফএইচএস/ওআর/এমএস