বারী সিদ্দিকী ছিলেন সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৪ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

দেশের বরেণ্য কণ্ঠশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, একাধারে সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক হিসেবে মরহুম বারী সিদ্দিকী এদেশের কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। সঙ্গীতাকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।

খালোদা জিয়া বারী সিদ্দিকীকে লোকগান ও আধ্যাত্মিক গানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তার গান এদেশের সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ হারিয়েছে অসাধারণ একজন গুণী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হবার নয়। সংগীতে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্য, গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

এমএম/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।