নড়াইলে ৩৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন আটক


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৪ জুলাই ২০১৫

নড়াইলে একটি মাইক্রোবাস ও ৩৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার সকালে শহরের সীতারামপুর ব্রিজ এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নিয়মিত তল্লাশি নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজ এলাকায় যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫৭৬২৯) তল্লাশি করলে গাড়ির পেছনের সিট কভারের ভেতরে লুকানো অবস্থায় ৩৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসময় ঢাকা সাভারের সুজন আহম্মেদ (২৭), মো. ভাষানী (২৬),  মো. জাহিদ হোসেন এবং নবাবগঞ্জের আবুল কালাম আজাদসহ ৪ জনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাফিজুল নিলু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।