এক সপ্তাহের মধ্যেই সমুদ্রসীমা বিরোধের রায়
ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় চলতি সপ্তাহে প্রকাশ হতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমুদ্রসীমা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে বিরোধ, তা নিষ্পন্ন করতে আন্তর্জাতিক সালিশি আদালতে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে এখন সালিশি আদালতের রায়ের অপেক্ষা। এই রায় চলতি সপ্তাহে ঘোষণা করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত বৃহস্পতিবার জাতীয় সংসদে জানিয়েছেন, চলতি সপ্তাহে সমুদ্রসীমা বিরোধ সংক্রান্ত আর্ন্তজাতিক সালিশি আদালতের রায় ঘোষণা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও রিয়ার এডমিরাল (অব.) খুরশিদ আলম বলেন, ‘ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিয়ে গত ডিসেম্বরে আন্তর্জাতিক আদালতে শুনানি শেষ হয়েছে। এখন রায় প্রকাশের পালা। সমুদ্র সংক্রান্ত আইন অনুযায়ী, শুনানি শেষ হওয়ার ৬ মাসের মধ্যে রায় প্রকাশ করতে হবে। এই হিসাবে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে রায় প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।’
খুরশিদ আলম আরও বলেন, ‘বাংলাদেশ ইতোপূর্বে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা মামলায় জয়লাভ করেছে। জয়লাভের পর বঙ্গপোসাগরের সমুদ্রসীমার পরিধি বেড়েছে। এখন সমুদ্র সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি জানান, আগামী ১০ জুলাইয়ের মধ্যে এই রায় হওয়ার সম্ভাবনা বেশি।