৮৩ রোহিঙ্গা এইডস রোগী : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, গত ২৫ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৮৩ জন এইচআইভি আক্রান্ত রোহিঙ্গা রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ২৯ জন পুরুষ, ৪১ জন নারী, ছেলে শিশু সাত জন এবং ছয় জন মেয়ে শিশু রয়েছে। মন্ত্রী বলেন, সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এসময় মন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে জবাব দেন প্রতিমন্ত্রী জাহেদ মালেক।

এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এইচএস/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।