রাষ্ট্রীয় সম্পদে অধিকার সকলের : সুলতানা কামাল
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, আমরা বিশ্ববাসীকে চমকিয়ে স্বাধীনতা এনেছি । তাই এদেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল মানুষের রাষ্ট্রীয় সম্পদের অধিকার আছে।
তিনি বলেন, যখন পাকিস্তানি ও এদেশীয় কিছু কুলাঙ্গারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছি তখন আমাদের মধ্যে কে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, কে খ্রিষ্টান এ পরিচয় ছিল না।
শুক্রবার মহানগর নাট্যমঞ্চে মহানগর হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্ধোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
সবুলতানা কামাল বলেন, দেশ স্বাধীন হবার পরও সম অধিকারের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এখানে কার কি বলার আছে। আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পাশে আছি এবং থাকবো।
তিনি বলেন, এদশের বিশেষ সম্প্রদায়ের লোকজনের কোন ক্ষতি হবে না এটা যেন দেখতে না হয়। যদি কেউ কোন ক্ষতি করে থাকে তাহলে তারাও রক্ষা পাবে না। তাদের লক্ষ্য যত বেশি হবে আমাদের প্রতিরোধ ততো দৃঢ় হবে।
সম্মেলনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন উদ্বোধক সুলতানা কামাল ও সংগঠনের পতাকা উত্তোলন করেন হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত।
বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, অ্যাডভেকেট সুব্রত চৌধুরী, ড. জিনবোধী ভীক্ষু প্রমুখ।
এসএইচএস/আরআই