আগামী তিন বছরেই মধ্যম আয়ের দেশ হবে : তোফায়েল


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৩ জুলাই ২০১৫

বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সাল নয়, আগামী ৩ বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে লক্ষ্যেই সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার বিকেলে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বিশ্ব ব্যাংকের গ্রাজুয়েশনে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আশা করছেন- যেভাবে দেশের রপ্তানি আয়, রেমিট্যান্স ও রিজার্ভ বেড়েছে তাতে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হবার জন্য টার্গেট ২০২১ সাল পর্যন্ত যেতে হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএফ সভাপতি এস এম আবুল কালাম আজাদ।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।