ফেনারব্যাচে যোগ দিচ্ছেন নানি


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৩ জুলাই ২০১৫

তুরস্কের ফুটবল ক্লাব ফেনারব্যাচ ক্লাবে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার লুইস নানি। গত বছর ধারের খেলোয়াড় হিসেবে স্পোর্টিং লিসবনে কাটিয়েছেন তিনি। শুক্রবার টুইট বার্তায় এই খবরটি প্রকাশ করেছে তার্কিশ ক্লাবটি।

ক্লাব জানায়, ‘লুইস নানির সঙ্গে ও তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দল বদলের বিষয়ে আলোচনা শুরু করেছে ফেনারব্যচ।’ ডাক্তারি পরীক্ষায় অংশ নিতে আগামী রোববার নানি ইস্তাম্বুল যাবেন বলেও উল্লেখ করে তারা।

২০০৭ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন নানি। ওল্ড ট্রাফোর্ডে কাটানোর সময় তিনি ক্লাবের হয়ে প্রিমিয়ার লীগের চারটি শিরোপা জয় করেছেন। এসময় চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও মাথায় পড়ে ম্যানইউ।

২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি ক্লাবের সঙ্গে আরো ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেও কোচ হিসেবে যোগ দেয়া ডেভিড ময়েস ও লুইস ফন গালের একাদশে জায়গা পেতে ব্যর্থ হন। পরে সাবেক ক্লাবে ধারের খেলোয়াড় হিসেবে যোগ দেয়ার সুযোগ পান নানি।

সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ৬০ লাখ ইউরোর বিনিময়ে ২৮ বছর বযসী এই ফুটবলার তুরস্কে যেতে রাজি হয়েছেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।