বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি : অবশেষে বাচ্চুকে তলব করল দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২০ এএম, ২৩ নভেম্বর ২০১৭

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৪ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, বাচ্চুকে আগামী ৪ ডিসেম্বর দুদকে হাজির থাকতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকটির সাবেক ১০ পরিচালককেও জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার থেকে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে সাবেক দুই পরিচালক কামরুন নাহার আহমেদ ও অধ্যাপক কাজী আকতার হোসাইনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অন্যদিকে ২৭ নভেম্বর সাখাওয়াত হোসেন ও ফখরুল ইসলাম, ২৮ নভেম্বর একেএম কামরুল ইসলাম ও জাহাঙ্গীর আখন্দ সেলিম, ২৯ নভেম্বর মো. আনোয়ারুল ইসলাম ও আনিস আহমদ এবং ৩০ নভেম্বর একেএম রেজাউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া বুধবার জিজ্ঞাসাবাদের জন্য পরিচালক শ্যাম সুন্দর শিকদারকে তলব করা হলে তিনি আসেননি বলেও দুদক থেকে জানানো হয়, বেসিক ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় দুদকের দায়ের করা ৫৬টি মামলার মধ্যে একটি মামলায় গত ২৬ জুলাই হাইকোর্ট বাচ্চু এবং পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্টের ওই আদেশে বলা হয়েছিল, প্রাপ্তির ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দিতে। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ শীর্ষ ১১ কর্মকর্তার কেলেঙ্কারিতে সম্পৃক্ত থাকার কথা উঠে এলেও দুদক যে ৫৬ মামলা করেছে তা কোনোটিতে বাচ্চুর নাম নেই।

দুদক খুঁজে না পেলেও গত বছরের ফেব্রুয়ারিতে সংসদে লিখিতভাবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ওই ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল। আমাদের প্রশ্ন, দুদক তার সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কেন?

জেএ/এনএফ/এমআরএম/পিআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।