পল্টনের ক্যাপিটাল হোটেলে ব্যবসায়ীর লাশ উদ্ধার


প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৩ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর পল্টন থানাধীন এলাকার ক্যাপিটাল আবাসিক হোটেল থেকে কামাল উদ্দিন ওরফে শামসুদ্দিন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ৬৯ নয়া পল্টনস্থ হোটেলটির পঞ্চম তলার ৫১১ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পল্টন থানা পুলিশ। নিহত শামসুদ্দিন পেশায় একজন ব্যবসায়ী।

নিহতের কাছে থাকা কাগজ-পত্রের মাধ্যমে জানা যায়, চট্টগ্রামের লোহাগড়া জমিদার বাড়ির সৈয়দ আবু আহমেদের ছেলে নিহত শামসুদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক(এসআই) বিবেকানন্দ দেবনাথ। তিনি জাগো নিউজকে বলেন, দুপুরে হোটেলের ম্যানেজার কবির হোসেনের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের ভাগ্নে আহাদ জানান, গত ৫ মার্চ থেকে ওই হোটেলের রুমে ভাড়া থাকে শামসুদ্দিন। শুক্রবার সকালে রুমের দরজা বন্ধা থাকায় এবং ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্মচারীদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তিনি আরো জানান, এলাকায় শামসুদ্দিনের ইট ভাটার ব্যবসা ছিল। ব্যবসায় সম্প্রতি বড় ধরণের লোকসান হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এ কারণে হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন।

জেইউ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।