নড়াইলের চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৩ জুলাই ২০১৫

নড়াইলের চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রূপগঞ্জ বাঁধাঘাটে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা পুলিশিং কমিউনিটি ফোর্স ও জেলা মৎস্য বিভাগের আয়োজনে পোনা অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার(সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম এনামুল হক, নড়াইল পৌরসভার কাউন্সিলর আবু ফেরদৌস মিলন, নাজনিন সুলতানা রোজী, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, আমিষের চাহিদা মেটাতে দেশে মাছের চাষ বাড়াতে হবে। মৎস্য চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের এগিয়ে আসলে যেমন বেকার সমস্যা দূর হবে তেমনি আমাদের মাছের চাহিদা মিটবে। নড়াইলের বিভিন্ন নদী ও খাল-বিলে ডিমওয়ালা মাছ নিধন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করবেন বলে জানান পুলিশ সুপার।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চিত্রা নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এসময় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।