ফেলানী হত্যার বিচার লোক দেখানো : কিরিটী রায়


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৩ জুলাই ২০১৫

ফেলানি হত্যার বিচারের রায়ের সমালোচনা করে ভারতীয় মানবাধিকার সংগঠন সেই মাসুম-র প্রধান কিরিটী রায় বলেছেন, বিএসএফের আদালতে আগেই স্থির করা ছিল যে, কী রায় দেয়া হবে। এই বিচার হয়েছে লোক দেখানোর জন্য। শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফেলানি হত্যা মামলার কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসেকিউটর আব্রাহাম লিঙ্কন বলেন, তাদের আশঙ্কা ছিল, বিচারকেরা প্রথম মামলাটা শুনেছেন, তারাই আবার পুনর্বিবেচনা করছেন এক্ষেত্রে যদি তারা অন্য কোনো রায় দিতেন, তাহলে তাদের প্রথমে দেয়া রায় নিয়ে প্রশ্ন উঠতো আগের রায়ে তাহলে ভুল ছিল, সেটা প্রমাণিত হতো। তাই আগের রায়ই তারা বহাল রাখলেন।

লিঙ্কন আরো বলেন, বিএসএফের মতো একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর একজন সদস্যের অপকর্মের দায় গোটা বাহিনীটাই নিয়ে নিল আর সেই দায় রাষ্ট্র হিসাবে ভারতের ওপরেও বর্তালো।

এসকেডি/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।