বন্ধের দিনেও কলেজে ভর্তি


প্রকাশিত: ০৪:১৩ এএম, ০৩ জুলাই ২০১৫

২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির শেষ দিন বৃহস্পতিবার থাকলেও শিক্ষার্থীদের নানা ভোগান্তি ও জটিলতার কথা মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষ চাইলে শুক্র ও শনিবারেও ভর্তি করতে পারবে। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, বৃহস্পতিবার ভর্তির সময় শেষ হয়েছে। প্রথম মেধা তালিকায় যাদের নাম আছে তারা শুক্র ও শনিবার ভর্তি হতে পারবেন।

এর পাশাপাশি প্রথম দফায় কোনো কলেজের শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা ও খালি আসনের সংখ্যা ৪ জুলাইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে তিনি।

প্রসঙ্গত, কারিগরি ত্রুটিসহ নানা জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের তিন দিন পর গত ২৮ জুন মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় ভর্তির জন্য ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। আগামী সোমবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।