গ্রিস ছেড়ে পালাচ্ছে হাজারো তরুণ


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৩ জুলাই ২০১৫

দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে গ্রিসের হাজার হাজার তরুণ। ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার দেখে আত্মনির্বাসনের পথ বেছে নিয়েছে তারা। ঋণখেলাপির দায়ে জর্জরিত দেশটি বেকারত্ব গগনচুম্বী।

অর্থনৈতিক সংকট চলতে থাকায় ২০১০ সাল থেকে এ পর্যন্ত দেশত্যাগ করেছে প্রায় ২ লাখ তরুণ। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়া টাইমসের এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০১০ সাল থেকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে ভুগছে গ্রিস। দেশটির ৫০ ভাগ জনশক্তি বেকার। যারা কাজ করছেন তারা বেতন পাচ্ছেন আগের তুলনায় অর্ধেক।

ইন্ডেভর গ্রিস নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান জানায়, গ্রিস ছেড়ে অন্তত ২ লাখ কর্মক্ষম বেকার তরুণ বিদেশ পাড়ি জমিয়েছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।