রাজধানীর নিউমার্কেটে হকার-পুলিশ-শিক্ষার্থী ত্রিমুখী সংঘর্ষ


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০২ জুলাই ২০১৫

ফুল ক্রয়কে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের হকার-পুলিশ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা সময় এ সংঘর্ষ বাধে। এ সময় ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জাগো ‍নিউজকে জানান, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেট ‍ফুলের দোকান থেকে ফুল ক্রয় করে টাকা না দিয়ে চলে যেতে চাইলে দোকানদাররা বাধা দেয়। এ সময় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে মালিকরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেয়।

এ ঘটনায় রাজধানীর ব্যস্ততম মার্কেট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে এক পর্যায়ে পুলিশের সঙ্গেও সংর্ঘষের সৃষ্টি হয়।

তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম।


জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।