বাড়ি-গাড়ি ভাড়া কমানোর চিন্তা করেনি কোনো সরকারই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১০ পিএম, ২০ নভেম্বর ২০১৭

বাড়ি-গাড়ি ভাড়া ও হোল্ডিং ট্যাক্স স্বাধীনতার পর থেকেই বাড়ছে। কোনো সরকার তা কমানোর চিন্তা করেনি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য-তেল-গ্যাস-বিদ্যুতের দামও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ভর্তুকি দিয়ে কমানো তো দূরের কথা, এসব নিয়ে জনগণের নাভিশ্বাস উঠলেও সরকারের কোনো পদক্ষেপ নেই।

‘বাড়ি-গাড়ি ভাড়া ও হোল্ডিং ট্যাক্স : স্বাধীনতার পর থেকে ঊর্ধ্বগতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সোমবার রাজধানীতে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এ আলোচনা সভার আয়োজন করে।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা, নূরজাহান নীরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ফরহাদ শিমুল, সাংস্কৃতিক সম্পাদক আলতাফ হোসেন রায়হান, গিয়াস হায়দার, সমাজসেবাবিষয়ক সম্পাদক শেখ রেজাউল করিম, মো. দানেশ, হরিদাস সরকার, লুবনা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্ম সাদাকে সাদা, কালোকে কালো বলার রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে, আর তাই আমরা অনতিবিলম্বে আত্মঘাতী এ হোল্ডিং ট্যাক্স কমানোর জন্য জাতির জনকের কন্যা শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাই।

এফএইচএস/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।