ধানমন্ডিতে সাড়ে ৬ লাখ টাকার জাল নোটসহ আটক ১
রাজধানীর ধানমন্ডি থানাধীন আবহানী মাঠের সামনে ৬ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো. ফখরুল মজিদ (৪৮) নামে ওই জাল টাকা ব্যবসায়িকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মারুফ আহমেদ। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক ফখরুল জানান, একটি বে-সরকারি কোম্পানীতে চাকরি করেন তিনি। চাকরির পাশা-পাশি অধিক মুনাফার লোভে জাল টাকার ব্যবসায় জড়িয়ে পড়েন।
এএসপি মারুফ আহমেদ আরো জানান, বেশ কিছুদিন যাবত সুযোগ বুঝে বড় বড় শপিং মল, ব্যস্ততম এলাকায় অবস্থান করে কৌশলে সাধারণ মানুষের নিকট জাল টাকা দিয়ে প্রতারণা করে আসছিল ফখরুল। আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে অনেক টাকার লেনদেন হবে বিধায় সে এ টাকা গুলো সংগ্রহ করে।
র্যাব-২ এ ধরনের জালটাকা বিরোধী অভিযান অব্যাহত রাখবে উল্লেখ করে এএসপি মারুফ আহমেদ জানান, গ্রেফতার ফখরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/আরএস/আরআইপি