রোটারিয়ানরা সামাজিক ক্ষেত্রে অবদান রাখছেন : স্পিকার


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০২ জুলাই ২০১৫

রোটরিয়ানরা স্বাস্থ্য ও শিক্ষাসহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সেবা দানের উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারি ইয়ার লাঞ্চিং অ্যান্ড ইন্সটলেশন সেরিমনি অব ডিস্ট্রিক গভর্নর ২০১৫-১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি হতে একথা জানা যায়।  

তিনি বলেন, রোটরিয়ানবৃন্দ সমাজের গরীব-দুঃখীদের জন্য নিজের কষ্টার্জিত অর্থ অকাতরে দান করে যাচ্ছেন। রোটরিয়ানবৃন্দ সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের বৈষম্যহীন সমাজ গঠনে অব্যাহত চেষ্টা রাখতে হবে। সমাজ থেকে বৈষম্য হ্রাস এবং ধনী-গরীবের ব্যবধান কমিয়ে আনতে হবে। শোষণ-বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের সকলকে একযোগে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বিশ্বে একটি রোলমডেল। বাংলাদেশ নারী ক্ষমতায়ন, শিশুমৃত্যু হার ও মাতৃমৃত্যু হার হ্রাস প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে অনন্য স্থান অর্জন করে নিয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সকলে এগিয়ে আসলে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বন্যা-ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেকোন সমস্যাকে চিহ্নিত করে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি থেকে মানবতার সেবায় একযোগে কাজ করতে হবে। বৈষম্য দূরীকরণসহ ধনী-গরীবের ব্যবধান কমিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে রোটারিয়ানসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

দেশে শিক্ষাবিস্তারসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ন্যাশন বিল্ডিং অ্যাওয়ার্ড এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হককে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিস্ট্রিক গভর্নর এস. এ. এম শওকত হোসেন ও রোটারিয়ান প্রফেসর সাওয়ালাক রাতানাভিচ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।